খুলনার দাকোপের কাঁকড়াবুনিয়া ও কালাবগীতে পৃথক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন আহত হয়। রবিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তিলডাংগা কাঁকড়াবুনিয়া গ্রামের আজিজুল শেখ (৬২) এবং সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডল (৩৩)।
ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, কাঁকড়াবুনিয়ায় আজিজুল শেখসহ ৩/৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিল। সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে জালাল উদ্দীন মৃত্যুবরণ করেন।
অপরদিকে কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে সুজিত মন্ডলসহ ৪/৫ জন সেখানে অবস্থান করছিল। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে সুজিত মন্ডল মৃত্যুবরণ করেন। এসময় আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে আরও কয়েকজন আহত হয়। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ