বাগেরহাটের মোরেলগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসানোর প্রস্তুতিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সেতারা-আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ মাঠে এ হাট বসানোর ঘোষণা দিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা।
অভিভাবকদের আপত্তি উপেক্ষা করে ও অনুমতি ছাড়াই চেয়ারম্যান তার নাম দিয়েই কলেজের মূল গেটের সাথে ইতিমধ্যে বিজ্ঞাপন গেটও সাজিয়েছেন। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এ কলেজটি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের আওতাধীন।
অতীতে এ কলেজের মাঠে কখনোই গরু-ছাগলের হাট বসেনি। কলেজটিতে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছেন। এর পরিবেশ দুর্গন্ধময় ও নোংরা হওয়ার আশঙ্কায় কয়েকজন অভিভাবক গত ১৬ জুন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিভাবকদের অভিযোগ চ্যালেঞ্জ করে ইউনিয়ন চেয়ারম্যান শনিবার কলেজের সামনে প্রচার গেট সাজিয়েছেন।
এ সম্পর্কে রবিবার কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, কলেজের সামনে গেট বসানো হয়েছে দেখেছি। এখানে গরু-ছাগলের হাট বসানোর অনুমতি দেবেন ইউএনও স্যার। আমি অনুমতির কোনো কাগজ বা নির্দেশনা এখনো পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ঈদ উল আজহা উপলক্ষে কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। যা জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। তিনি অনুমতি দিলে হাট বসবে।
বিডি প্রতিদিন/এমআই