গোপালগঞ্জের মুকসুদপুরে নদীতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রী হেনা খাতুনের (১১) মৃত্যু হয়েছে। রবিবার নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় নদীতে হাকিম মোল্লার জমজ দুই মেয়ে হাসনা ও হেনা (১১) গোসলে নামে। এসময় হাসনা নদী থেকে পাড়ে আসলেও হেনা নিখোঁজ হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকার হাকিম মোল্লা ঢাকা থেকে তার ছোট ভাই বাকির মোল্লার বিয়ের অনুষ্ঠানে জমজ দুই মেয়ে নিয়ে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির পাশের মধুমতি নদীতে জমজ দুই মেয়ে হাসনা ও হেনা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
এসময় এক মেয়ে হাসনা জীবিত উদ্ধার হলেও হেনা নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর রবিবার সকালে হেনার মরদেহ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই