নেত্রকোনার কলমাকান্দা থেকে প্রাইভেট কারে বহনকারী ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চাঁনপুর সিনেমা হলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৬০ বোতল মদ ও সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গসিংগা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো.রাকিব মিয়া,আব্দুস সামাদের ছেলে আরিফুল ইসলাম ও মো. কাদির সরকারের ছেলে রনি সরকার।
এ ব্যপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা থেকে প্রাইভেট কারে করে মদ নিয়ে যাচ্ছে এমন খবরে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির পিছনে ডিকি থেকে বস্তায় ভরা মদ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ