ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে আদিবা আক্তার নামে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিনাউটি সৈয়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
আদিবা সৈয়দাবাদ গ্রামের আলমগীর মিয়ার মেয়ে। মৃত শিশুর চাচা জানান, বৃহস্পতিবার দুপুরে আদিবার মা-বাবাসহ পরিবারের সবাই খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। এ সময় সবার অজান্তে ১৬ মাস বয়সী ছোট্ট আদিবা ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের ২০-২৫ হাত পেছনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরিবারের লোকজনের খাওয়া শেষে আাদিবাকে না দেখে আশপাশে খোঁজাখুজি করতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে মা-বাবা কান্নাকাটি শুরু করে। বিকালে আদিবার বড় বোন দেখতে পায় পুকুরের পানিতে উপুড় হয়ে ডুবে আছে ছোট্ট আদিবা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল