নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে দলটির নেতাকর্মীরা। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামাদ আছাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরানসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও আনন্দ মিছিল, কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি।
বিডি প্রতিদিন/হিমেল