বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর কলেজ রো জাহানারা ইসরাইল স্কুল ও কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।
জাহানারা ইসরাইল স্কুল ও কলেজের চেয়ারম্যান সালেহ এম সেলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। বক্তব্য রাখেন সাঈদ পান্থ, মো. আবু বকর সিদ্দিক সোহেল, জাহানারা ইসরাইল স্কুল ও কলেজের ইংরেজি বিভাগের প্রধান মিস স্বর্ণা, বাংলা বিভাগের প্রধান মিস হেনা ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাহানারা ইসরাইল স্কুল ও কলেজের ১৮০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৃক্ষের উপকারের কথা বলে শেষ হবার নয়। গাছ আমাদের ছায়া দেয়। অক্সিজেন দেয়। খাদ্য দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই বৃক্ষরোপণ জরুরি। তবে রোপণকাজ পরিকল্পিতভাবে হওয়া চাই। একই সাথে দরকার যত্ন-আত্তি। তাহলেই আশানুরূপ ফলন পাওয়া সম্ভব।
বিডি প্রতিদিন/এএম