সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পেইজ প্রকল্পের অধিন নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরার এল্লারচরে ‘চিংড়ি চাষ প্রদর্শনী খামার’ এর কনফারেন্স রুমে “ক্ষুদ্র উদ্যোগে মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক পলিসি পেপার প্রস্ততকরণে পলিসি ডায়লগ” সেশনের কর্মশালা অনুুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
প্রধান অতিথির বক্তব্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রিজার্ভ) অসীম কুমার ঘোষ, খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার এবিএম জাকারিয়া।
বিডি প্রতিদিন/এএ