বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের কৃষক হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু জানান, রবিবার দুপুর ২টার দিকে বাড়ির বাইরে উঠানে খেলা করছিল সাদিক হোসেন। খেলাধুলার কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তেই পুকুরে নামে। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে মাসহ তার পরিবারের সদস্যরা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুর থেকে শিশু সাদিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ