নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ী রায়হানকে পিস্তল ও হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
এসময় একটি কক্ষের মেঝের তোষকের নিচ থেকে ১ টি বিদেশী অস্ত্র, ১টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে রবিবার রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের প্রায় মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটতো। গত ২৩ জুন গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে, গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে।
বিডি প্রতিদিন/এএম