গোপালগঞ্জে শোভাযাত্রা, বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে আনসার ভিডিপি এবং ২৩ আনসার ব্যাটালিয়ন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।
আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে শহরের বেদগ্রামে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে ২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) শাওন আসাদ ২৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর শহরের বেদগ্রামে বৃক্ষরোপণ করেন।
এ সময় ২৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক সৈয়দ ফজলুর রহমান, কোম্পানি কমান্ডার মোঃ মিজানুর রহমান তুহিন, কোম্পানি কমান্ডার মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
এর আগে বৃক্ষরোপণ অভিযান সফল করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনসার-ভিডিপি প্রশিক্ষণ মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে সেখানে গোপালগঞ্জ আনসার ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করে এই কার্যক্রম উদ্বোধন করেন। পরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে তিনি বৃক্ষের চারা বিতরণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল