পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাহজাহান, হাইওয়ে পুলিশের এসপি মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই