জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে টিকটক করতে গিয়ে তাওহীদ আদনান আপন নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার বিকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ আপন এ বছর জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
তাওহীদ আদনান আপন (১৬) দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী এলাকার মহিউদ্দীন হিরুর বড় ছেলে ।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জামালপুর থেকে ট্রেনে দেওয়ানগঞ্জে দাদার বাড়িতে বেড়াতে আসে এবং ওইদিনই নদী পথে কুড়িগ্রামের রাজিবপুরে ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিলো। কিন্ত ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার বিষয়টি বাতিল হলে আপন দুই বন্ধুকে সাথে নিয়ে ওইদিন বিকেল ৪টার দিকে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকায় যমুনা নদীতে ঘুরতে যায়। পরে সেখানে গিয়ে তিন বন্ধু মিলে টিকটক করার জন্য ছবি তুলতে থাকে। এক পর্যায়ে তিন বন্ধুই যমুনা নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে পারলেও আপন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শনিবার বিকাল থেকে যমুনা নদীতে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত নিখোঁজ আপনের সন্ধান পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে টিকটক করতে এসে তিন বন্ধু নদী পড়ে ডুবে যায়, দু’জন উদ্ধার হলেও আপন এখনো নিখোঁজ আছে, তাকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএ