ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ঘোষণা দিয়েছেন পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। তিনি বলেন, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই সকল বর্জ্য অপসারিত হবে। কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীদের পাশাপাশি মেয়র নিজেও মাঠে থাকবেন।
রবিবার দুপুরে পৌর মিলনায়তনে ঈদ-উল-আজহা উপলক্ষে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের বাসীন্দাদের জন্য কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ২০ হাজার ব্যাগ বিতরণ অনুষ্ঠান তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বর্জ্য অপসারণের কাজ করার কারণে সেবকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন। এ জন্য ঈদের পরের দিন তাদের জন্য বিনোদন ও উন্নতমানের খাওয়ার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল