ময়মনসিংহের ফুলপুরে ১০ বোতল ভারতীয় মদসহ মো. আব্দুল খলিল (২০) ও মো. লিমন মিয়া (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই রবিউল ইসলামকে তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঠানো হয়। পরে রবিউল বওলা ইউনিয়নের সুতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক আব্দুল খলিল হালুয়াঘাটের ধারাকান্দা গ্রামের আকবর আলী ও আছিয়া বেগমের ছেলে। আর লিমন (২১) গাজীপুরের জয়দেবপুর থানার সিংড়াতলী গ্রামের শাহ আলম ও রহিমা খাতুনের ছেলে।
অভিযানকালে তাদের হেফাজতে থাকা দুইটি স্কুল ব্যাগের ভেতর হতে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল