লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে টুমচর ইউনিয়ন। রবিবার বিকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে চররমনী মোহন ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন তারা।
এরআগে গত মঙ্গলবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে উপজেলার ২১টি দল অংশ নিয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রপি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে-এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম