চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য আলম ঝাপরা হত্যা মামলার আসামি দুরুল হোদাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত দুরুল হোদাজেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ জুন) রাত ৮টার দিকে নয়ালাভাঙ্গা গ্রামের টুনটুনি পাড়ায়।
জানা গেছে, একদল দুর্বৃত্ত দুরুল হোদার শ্বশুর বাড়ি টুনটুনি পাড়াতে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং মৃত ভেবে তাকে ফেলে চলে যায়।
পরে মুমুর্ষ অবস্থায় তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং রাত ১০টার দিকে পথেই সে মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হোদা একটি হত্যা মামলার আসামি এবং তিনি জামিনে ছিলেন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ