ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। তাই নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন যাত্রীরা।
সোমবার (২৬ জুন) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর ও মদনপুর ঘুরে দেখা গেছে, অনেক স্থান ফাঁকা। যানবাহন চলাচল তুলনামূলকভাবে অনেক কম। হাইওয়ে পুলিশের প্রত্যাশা, এবার ভোগান্তি ছাড়াই ফিরতে পারবে মানুষজন।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ নেই। তবে মহাসড়কে বেড়েছে যাত্রী পরিবহনবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানের সংখ্যা।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ বাসের চালক আব্দুল আউয়াল জানান, ঈদকে কেন্দ্র করে আমরা প্রতিবছর যাত্রী পরিবহন কাজে ব্যস্ত থাকি। তবে এবার ঈদুল আজহায় সেরকম কোনো রকমের যানযট পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম জানান, মানুষের ঈদযাত্রা ভোগান্তিবিহীন ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এখনও দেখা যায়নি। মহাসড়কে দুর্ঘটনারোধ করতে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নির্দেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ