২৬ জুন, ২০২৩ ১৪:১১

খুলনায় ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

খুলনায় ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় অনুপ মণ্ডল (২৫) নামের এক মসলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অনুপ মণ্ডল ওই গ্রামের অনুকূল মণ্ডলের ছোট ছেলে।

সোমবার (২৬ জুন) ভোরে উপ‌জেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার ক‌রা হয়।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ জুন) বা‌ড়ি থেকে বেরিয়ে রা‌তে আর ফেরেননি অনুপ মণ্ডল। খোঁজাখুঁজির একপর্যা‌য়ে সোমবার (২৬ জুন) ভো‌রে বা‌ড়ির পা‌শের একটি পরিত্যক্ত ভিটায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পু‌লিশকে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম জানান, অনুপ মণ্ডল মসলার ব্যবসা করতেন। আজ ভোরে খবর পেয়ে ফুলবাড়ী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহ গলা কাটা অবস্থায় ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর