২৬ জুন, ২০২৩ ১৪:৪২

গোপালগঞ্জে ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জের গৌতম বিশ্বাস ফাউন্ডেশন। আজ সোমবার দুপুরে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ রঞ্জন সিকদার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি গৌতম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক মীরা মজুমদার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক লিটন বিশ্বাস, কৃতি শিক্ষার্থী অর্পণ সাহা, নিয়াজ মোহাম্মদ ইমনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। 
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি গৌতম বিশ্বাস বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতেই আমাদের এই আয়োজন। তারা সফলভাবে শিক্ষা জীবন শেষ করে দেশের সেবায় আত্মনিয়োগ করবে। তাদের দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর