ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় মোহন মিয়া (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া উপজেলার কবিরপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র। সে বাহুবল অনার্স কলেজের শিক্ষার্থী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, মোহন মিয়া নামে ওই কলেজছাত্র বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পিকআপসহ ড্রাইভারকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএ