খুলনায় নাশকতার দুই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।সোমবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, খুলনার বিচারক মো. সাইফুজ্জামান এই রায় ঘোষণা করেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালে ১ নভেম্বর রাতে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার, খুলনা কেপিআই ধ্বংস ও নাশকতার সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১১০/১২০ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক মো. আজহারুল ইসলাম। পরবর্তীতে এই মামলা বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলায় এসটিসি ৯৩/১৯ ও এসটিসি ৯৪/১৯ এ পরিণত হয়।
তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার মিত্র ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলা চলাকালে অভিযুক্ত দুই জনের মৃত্যু হয়।
তবে দীর্ঘ শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকার পক্ষ সাক্ষ্যপ্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৬৪ জন নেতাকর্মীকে দুই মামলায় খালাস প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ