মানিকগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। কাপড়ের দোকানে বিক্রি কম হলেও ইমিটেশনের গহনা, জুতা স্যান্ডেল ও টুপির দোকানে ক্রেতারা ভিড় করছেন।
কেনাকাটায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন বিক্রি কম। দোকানিরা বলছেন, এবার ঈদের বেচাবিক্রি গতবারের চেয়ে কম। তবে সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
ঘিওর থেকে ঈদের কেনাকাটা করতে আসা ফরিদা আক্তার বলেন, এবার জিনিসের দাম অনেক বেশি। গতবার মেয়ের জন্য যে জামা কিনেছিলাম ছয়শত টাকা দিয়ে এবার সেটা চাচ্ছে তেরোশত টাকা।
একজন রেডিমেট গার্মেন্টস ব্যবসায়ী বলেন, বাজারে ক্রেতা থাকলেও জিনিসের দাম বেশি হওয়ার কারণে আমাদের বিক্রি কম।
বিডিপ্রতিদিন/কবিরুল