ফরিদপুরের কুমার নদ থেকে আনুমানিক ৬০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে শহরের বিল মাহমুদপুর এলাকার কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, বিল মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাড়ের কুমার নদের নির্মাণাধীন ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। লাশের পরনে জামা ও লুঙ্গি ছিল।
কোতয়ালী থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্ত এবং কিভাবে সে মারা গেছে তা জানতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ