ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম। তবে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশে চলাচল স্বাভাবিক থাকবে।
সোমবার হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদুল আজহা ২৯ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিন স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে, দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বন্দরে এসেছে। সততা বাণিজ্যলয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচগুলো আমদানি করেছে।হিলি স্থলবন্দরের ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে ২ হাজার ৫শ মেট্রিকটন আমদানির অনুমতি পত্র (আইপি) পেয়েছে।
স্থলবন্দর উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, গত বছরের ২৪ আগস্ট থেকে থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। কিন্তু দেশের বাজারে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধির পর রবিবার সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় এবং সোমবার থেকে আমদানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। যার কারণে ঈদের দিনও ইমিগ্রেশন খোলা থাকবে। সেদিনও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে চলাচল করতে পারবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল