মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে ২০ জন মানুষ আহত হয়েছেন। এদের মধ্য ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য একজন স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নেন। কুকুরটি রবিবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে কামড় দেয়। পরে রাতে জনতা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, কুকুরটি বেশিরভাগ মানুষের পায়ে কামড় দিয়েছে। এদের মধ্য শিশু থেকে বৃদ্ধ নারী-পুরুষও রয়েছেন। কুকুরের কামড়ে অনেকের পায়ে ক্ষত তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি সকাল থেকেই শহরের মাস্টারপাড়া, শাহীবাগ, শাপলাবাগ, কালিঘাট সড়কসহ শহরতলীতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। এ সময় কুকুরের মুখ থেকে লাল ঝরছিল।
শ্রীমঙ্গল উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, পাগলা কুকুর মানুষকে কামড় দেওয়ার খবর পেয়ে কুকুরটিকে আটক করতে বিভিন্ন জায়গায় লোক পাঠাই। রাত ১০ টার দিকে জানতে পারি উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহত সবাইকে হাসপাতাল থেকে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল