দিনাজপুর-দশমাইল-সৈয়দপুর মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বপাশে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের তইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রুহুল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধোপাকল (বাঙালীপুর) গ্রামের জাকির হোসাইনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (কর্পোরাল) সদস্য।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রুহুল আমিন মোটরসাইকেল যোগে পার্বতীপুরের ধোপাকল (বাঙালীপুর)গ্রামেরর নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বপাশে তইপাড়ার সামনে সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়। এসময় ওই অজ্ঞাতনামা প্রাইভেট কারটি পালিয়ে যায়।দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ