১ আগস্ট, ২০২৩ ১৬:৫৯

বাগেরহাটে বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা

খাদ্যপণ্যে উৎপাদন তারিখ না থাকা ও অগ্রিম তারিখ দিয়ে খাদ্যপণ্যে উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগেরহাট শহরের একটি বেকারি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের পিয়াজ পট্টি এলাকায় সুমন বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের পিয়াজ পট্টি এলাকায় অভিযানকালে সুমন বেকারিতে অনেক খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ না থাকা, ৩১ জুলাই উৎপাদিত কেকে ২ আগষ্ট উদপাদনের তারিখ দেয়, মেয়াদ উত্তীণ পারুটি বাজারজাত করার জন্য মজুদ করে রাখাসহ নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির বিভিন্ন অনিয়ম দেখতে পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রমেশ চন্দ্রকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির পুনরায় এই ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানকালে পুলিশের পাশাপাশি জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালাম তরফদারও উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর