সিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে বিকৃত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা লাশটি ১৫-১৬ দিন পূর্বের। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল খয়েরি সাদা ফুলহাতা শার্ট, কালো রঙের প্যান্ট ও কাপড়ের বেল্ট।
আজ শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের সাহেবনগর এলাকায় সুরমা নদীর তীরে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এসময় পরিচয় সনাক্তের জন্যে ঘটনাস্থল থেকে লাশের আঙুলের ছাপ নেয় সিআইডি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই (নিরস্ত্র) শেখ আলী আজহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লাশ। বিকৃত হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রির্পোট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ