৬ আগস্ট, ২০২৩ ১৭:০৩

শিবগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিবগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানির ধানমণ্ডিতে ড. কুদরত-ই খুদা অডিটরিয়ামে গত শুক্রবার এক আনন্দঘন পরিবেশে গুণীজনদের মনোমুগ্ধকর বক্তব্য সকলকে আকৃষ্ট করে। 

ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ মাটি ও মানুষের টানে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ করেন। অনুষ্ঠানে নৈশভোজে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি পরিবেশন করা হয়। শিবগঞ্জে কৃতী সন্তান গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ড. কাজী মো. ইমদাদুল হক। সমিতির  সাংগঠনিক সম্পাদক এডভোকেট মশিহুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তিনটি পর্বে বিকাল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সমিতির সদস্যরা অভ্যর্থনা, কালোব্যাজ ধারণ, আলাপচারিতা, চা পান ও আড্ডায় মেতে উঠেন। পবিত্র কোরআন তেলাওয়াত এনং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। বিভিন্ন সময়ে সমিতি সদসদের মৃত্যু এবং সর্বশেষ নির্বাহী সদস্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক ডা. রেজাউল করিম সান্নার সহধর্মিনী ডা. সানজিদা আক্তারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনি করে অ্যাডভোকেট শাকিল উদ্দিন।

শিবগঞ্জের কৃতী সন্তান এবং গুনীজন হিসেবে সমিতির প্রধান পৃষ্ঠপোষক ট্রপিক্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান ডা. রেজাউল করিম সান্নাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এসময় ডা. রেজাউল করিম সান্না শিক্ষার্থীদের দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাহবুবর বহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা চেয়ার ড. আশুতোষ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক ডা. আহসান হেলাল এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. ছানোয়ার হোসেনকে গুণীজন সংবর্ধনা এবং শিক্ষা অফিসার (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) মোছাম্মদ রোখসানা হায়দারকে কর্মক্ষেত্রে  সাফল্য সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে নৈশভোজে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি খাওয়ানো হয়। 

সমিতির সাধারণ সম্পাদক হাশেমুজ্জামান তার বক্তব্যে বলেন, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম আরও বাড়াতে হবে। সমিতিকে আরও শক্তিশালী এবং একটি পরিপূর্ণ রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করে। 

সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সহায়তা করার জন্য অতিদ্রুত সমিতিতে শিক্ষা ট্রাস্ট চালু করা হবে। এছাড়াও ঢাকায় শিবগঞ্জ নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক এয়ার কমোডর মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।    

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর