সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে শেরপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প তৃতীয় পর্যায়ের উদ্বোধনের সময় শেরপুর জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
আজ শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে সারা জেলাকেই ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ঘোষণা ও উদ্বোধন শেষে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ