কিশোরগঞ্জের তাড়াইলে আজীবন বিপ্লবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিস্ট নেতা আব্দুর রাজ্জাক ভূঁইয়ার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাড়াইল উপজেলা সদরের খান ব্রাদার্স কমপ্লেক্স প্রাঙ্গণে আজ শুক্রবার বিকালে স্মরণসভার আয়োজন করে তাড়াইল উপজেলা কমিউনিস্ট পার্টি।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ।
কিশোরগঞ্জ জেলা সিপিবির সাবেক সভাপতি ও কৃষক নেতা ডা. এনামুল হক ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, ক্ষেতমজুর নেতা সেলিম উদ্দীন খান, সিপিবি নেতা রঞ্জিত সরকার, তাড়াইলের ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম শাহীন, কমরেড আব্দুর রাজ্জাক ভূঁইয়ার জামাতা ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শাহীন উদ্দীন খান, কমরেড আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বড় ছেলে আলী হায়দার রাজ্জাকী বুলবুল প্রমুখ। 
সভা সঞ্চালনা করেন কামরুল হাসান খান জুয়েল।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        