কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনার চত্ত্বরের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রাদ্ধা জানান, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্দ জোবাইর সৈয়দ, টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফাসহ অনেকেই। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষ করে সকলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দান করেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর মাসব্যাপী দোয়া ও গণভোজের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার-৪ আসন (উখিয়া-টেকনাফ) দুই উপজেলায় সাবেক সাংসদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান বদির নিজস্ব অর্থায়নে টেকনাফের সাবরাং ইউনিয়ন, শাহাপরীরদ্বীপ, বাহারছড়া, সেন্টমার্টিন দ্বীপ ও টেকনাফ পৌরসভায় পর্যায়ক্রমে ৫০ হাজার মানুষকে গণভোজ পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এএ