২৪ আগস্ট, ২০২৩ ২০:১৩

ঠাকুরগাঁওয়ে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে উঠান বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে উঠান বৈঠক

আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়নের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

আলোচনা শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ আলহাজ¦ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্ধ থেকে ওই ইউনিয়নের কামারটলী হরিবাসর উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

উঠান বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বকুল, সাবেক চেয়ারম্যান জোতিষ চন্দ্র, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর