আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী বলেই কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি। কারন তিনি দেশের মানুষকে যে স্বপ্ন দেখান, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থেমে যান না।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, বর্তমানে এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশের নাগরিকরা উন্নত দেশের সুবিধা পারে আগামী ২০৪১ সালের মধ্যে, যদি শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। সেই কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত হতে হবে, এর কোনও বিকল্প নেই।তিনি বলেন, ওই ৭১' এর খুনি, ৭৫' এর খুনি, স্বাধীনতা বিরোধীদের আমরা পরাজিত করে আগামীতে আমরা চেষ্টা করবো তাদের নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে তাদের বের করে দিতে।
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ