গাইবান্ধায় ১৬৪ বোতল অবৈধ বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার
মাদক কারবারির নাম মোকছেদুর রহমান ইমন (৩৫)। সে সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের মোফাজ্জল মাষ্টারের ছেলে।
রবিবার (২৭ আগস্ট) সকালে গাইবান্ধা র্যাব-১৩’র ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মোকছেদুর রহমান ইমন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মোকছেদুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সাথে জরিত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে। আসামি মোকছেদুরকে গাইবান্ধা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ