বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় ট্রাকের চাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, বগুড়ার মহাস্থান এলাকা থেকে মোকামতলা যাওয়ার পথে ওই মোটরসাইকেল চালককে রংপুরগামী একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, নজরুল ইসলাম একজন ট্রাক ব্যবসায়ী। তিনি মহাস্থানে এসেছিলেন তার ড্রাইভারদের থেকে ভাড়ার টাকা নেয়ার জন্য। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
বিডি প্রতিদিন/এএম