বাগেরহাটের ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগা ইউনিয়নের খানজাহান আলী সড়কে সজিনা রাস্তায় রূপ দিতে সজিনার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির
উদ্বোধন করেন। ফকিরহাট উপজেলা কৃষি অফিস ও বেতাগা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ খানজাহান আলী সড়কে সজিনা চারা রোপণ শুরু করা হয়েছে।
সজিনার চারা রোপণ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান তুহিনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
বিডি প্রতিদিন/এএ