ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আগুনে এক কৃষকের আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ছোট্ট মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক ছোট্ট মিয়া অন্যের জমিতে কাজ করে সংসার চালায়। তার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দুপুর ১২টার দিকে নাসিরনগর ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তিন কক্ষবিশিষ্ট দুই চালা আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক ছোট্ট মিয়া বলেন, ‘আগুনে আমার ঘরের সব কাইরা নিছে। আমি মাইনসের ক্ষেতে কাম কইরা ৫০ হাজার টেহা (টাকা) জমাইছিলাম। ভাবছিলাম বন্যার পানি কমলে টেহা দিয়া একটা গরু কিনুম। কিন্তু সেই আশা একবারে শেষ। আমার পরিবারের হগলের (সবার) পিন্দনের (পরনের) কাপড়ডা ছাড়া আর কুছতা নাই। এহন খামু কি আর শরীরে পড়ুম কী।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কৃষক ছোট্ট মিয়া আগুনে প্রায় চার লাখ টাকা মূল্যের ক্ষতির শিকার হয়েছেন বলে জানতে পেরেছি। সরকারিভাবে সহায়তা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ওই কৃষক পরিবারকে সহায়তা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই