বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (এএসআইসিটি) আয়োজনে সোমবার তথ্য অধিকার আইন ও এর বিধিবিধান সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধিকরণের আওতায় প্রচার কার্যক্রম বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বারির এএসআইসিটি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মোনায়েম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন এএসআইসিটি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী ছাইদুর রহমান।
অনুষ্ঠানে গাজীপুর জেলার উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১৮০ জন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ