খাগড়াছড়ির সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসার হেফজখানায় শিক্ষকের নির্যাতনে ছাত্র হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছাত্র আব্দুর রহমান আবিরের (৭) লাশ দাফন করা হয়েছে।
সোমবার পানছড়ির সদরের আইয়ুব নগর গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আবিরকে দাফন করা হয়।
এলাকাবাসী এ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত শিক্ষক হাফেজ আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বাবা সরোয়ার হোসেন খাগড়াছড়ি সদর থানায় হত্যার সাথে জড়িত হাফেজ আমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম মামলা করার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার করতে মাঠে রয়েছে।
এদিকে, আবিরের মাদ্রাসায় হেফজখানায় যে ২২ জন ছাত্র ছিল, তাদেরকে অভিভাবকরা বাড়ি নিয়ে গেছে।
মাদ্রাসার সুপার মাওলানা ফরিদ জানান, জনরোষের কবল থেকে বাচঁতে মাদ্রাসা থেকে কোনো শিক্ষক আবিরের জানাজায় অংশ নেননি। মাদ্রাসা থেকে হেফজখানার সকল ছাত্রদের অভিভাবকরা নিজ বাড়িতে নিয়ে গেছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, হেফজখানার শিক্ষক হাফেজ মো. আমিন ছাত্র আবিরকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিক্ষক আমিন নিজেই রবিবার রাতে ছাত্রটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। পরে ছাত্র আবিরকে চিকিৎসক মৃত বলে জানালে শিক্ষক লাশ রেখে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই