বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬টি মাদক মামলার আসামি ‘হযরত আলী খাঁন’ আবারো ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয়েছে। এ নিয়ে ‘হযরত আলী খাঁন’ ৭ বার পুলিশের হাতে গ্রেফতার হলো।
গ্রেফতার ব্যক্তি উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) এলাকার মৃত ছোলেমান খাঁনের ছেলে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
আদমদীঘি থানা পুলিশ জানায়, উপজেলার নতুন বাজার এলাকায় হযরত আলী খাঁন (৫৪) নিজ বাড়ি থেকে হেরোইন বেচাকেনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। হযরত পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় গ্রেফতার হয়। এসময় তার দেহ তল্লাশিকালে তার লুঙ্গির ডান পাশ থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার জানান, গ্রেফতার হযরত চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার নামে থানায় আরও ৬টি মাদক মামলা রয়েছে। একাধিকবার তাকে গ্রেফতার করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই