ফেনীতে মো. শামীম পাটোয়ারী (৩০) নামে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম চৌধুরী।
গ্রেফতার যুবকের নাম আব্দুল্লা আল ফিরোজ (৩২)। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার বাসিন্দা নুর নবীর ছেলে।
উদ্ধার হওয়া যুবক হলেন—জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শামছুল হকের ছেলে মো. শামীম পাটোয়ারী (৩০)।
অপহৃত শামীম পাটোয়ারীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে করা মামলায় অন্য আসামীরা হলেন- মো. এরশাদ (৩০), রাকিবুল ইসলাম (২৫) ও মো. মহিন (২৭)।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম