২ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১৬

মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত

ফাইল ছবি

মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও আইইউসিএন, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। 

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, আইইউসিএন বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও  দক্ষিণ এশিয়া উপ-অঞ্চল প্রধান রকিবুল আমিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আইইউসিএন বাংলাদেশ এ বি এম সরোয়ার আলম, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর