ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে বাথুলি বাসস্ট্যান্ডে অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী (২৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাংগামোড় এলাকার সেকেন্দার আলীর ছেলে।
মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, সকালে মোটরসাইকেল যোগে আরিচা মুখে যাচ্ছিলেন শাহজাহান আলী। এসময় অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এঘটনায় ঘাতক পরিবহনটিকে সনাক্তের চেষ্টা চলছে। নিহতের বড় ভাইকে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        