৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৫

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদারকাটি ইউনিয়নের খাজারঘাট এলাকায় পাশাপাশি দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোজাম্মেল হক (২৭) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই মোটরসাইকেলের আরো তিন আরোহী। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। বাকি আহত তিনজন সকলেই পার্শ্ববর্তী উপজেলার রাজিবপুরের বাসিন্দা। স্থানীয়রা জানান, পৃথক দুটি মোটরসাইকেলে দুজন করে দুটি মোটরসাইকেলে চরে রাজিবপুর বাজার থেকে পাখিউড়া এলাকায় একসাথে যাচ্ছিলেন।

এ সময় তারা খাজার ঘাট এলাকায় এসে পৌঁছালে অসাবধানতাবশত দুই মোটরসাইকেলের পরস্পর পরস্পরের মধ্যে সজোরে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে পাশের গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। বাকিদের আহত অবস্থায় ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর