ব্যাটারিচালিত ও লাইসেন্সবিহীন ইজিবাইক আটক বন্ধের দাবিতে বৃহস্পতিবার যশোর শহরে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মুজিব সড়ক ও দড়াটানা মোড়ে এ বিক্ষোভ হয়।
যশোর শহরকে যানজটমুক্ত করতে গত ১২ সেপ্টেম্বর থেকে ট্রাফিক পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ ব্যাটারিচালিত লাইসেন্সবিহীন রিকশা ও ইজিবাইক আটকে অভিযান শুরু করে। দুই দিনের অভিযানে এ ধরনের পাঁচ শতাধিক যানবাহন আটকের পর সেগুলোর মোটর ধ্বংস করে কর্তৃপক্ষ। এরফলে শহর অনেকটাই যানজটমুক্ত হয়ে যায়।
এ অবস্থায় অভিযান বন্ধ ও নতুন করে রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে বুধবার থেকে আন্দোলন শুরু করেন রিকশাচালকরা। এদিন মানববন্ধন কর্মসূচির পর বৃহস্পতিবার শহরের দুটি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা সাধারণ রিকশাচালকদের লাইসেন্স প্রদান ও একাধিক রিকশার মালিকদের লাইসেন্স বাতিল করার দাবিও করেন।
রিকশাচালকরা দাবি করেন, অভিযানের কারণে ১০ হাজারেরও বেশি রিকশাচালক তাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। এ অবস্থায় অভিযান বন্ধ করে সাধারণ রিকশাচালকদের লাইসেন্স প্রদান করা না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
বিডি প্রতিদিন/এএ