বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
রবিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের ভাসানী হলের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিয়াউল হক শাহিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই