শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪৪

গাজীপুরে গৃহবধূর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে গৃহবধূর আত্মহত্যা

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামে মঙ্গলবার সকালে রোকসানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত রোকসানা আক্তার কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মো: রতন মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন মিয়ার (২৫) সঙ্গে তার বিয়ে হয়েছিল। প্রায় সাত মাস আগে রোকসানার স্বামী সুমন মিয়া সৌদি আরবে চলে যায়। তারপর থেকে সে স্বামীর বাড়িতেই থাকত। গত চার দিন আগে সে পিতার বাড়ি আসে। তখন থেকে তাকে মাঝে মধ্যেই খুব বিষণ্ন মনে হতো। তবে বাড়ির লোকজনের সঙ্গে মঙ্গলবার সকালেও সে স্বাভাবিক কথা বলেছে এবং ফোনেও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছে। কিন্তু সকালের একটু পরে তার ঘরের দরজা বন্ধ দেখে তাতে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর