বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যটন উদ্যোক্তরা বিশ্ব পর্যটন দিবস পালন করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন মুজিবাঙ্গনে শেষ হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।
আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম, মীর্জা এসআই, খালিদ, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ও আরিফ খান প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা বরগুনা জেলার পর্যটন শিল্পের প্রসারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। স্থানীয় উদ্যোক্তা যারা রয়েছেন, তাদের সকল ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করার কথা তিনি উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এমআই